পুজোকে করি আহব্বান

ঐ পুজো ঐ যে বাঙালীর পুজো হ্যাঁ #দুগ্গা-পুজো !! এক বছর কাটিয়ে -সমস্ত অপেক্ষা ঘুচিয়ে বাঙালীর ঝুলি আলো করতে এলো #দুগ্গা-পুজো !! মায়ের আহ্ববানে আমার আজ এই অহোৰাণী কবিতা !!

পুজোকে করি আহব্বান

-----------------------------------------

শরতের ডাক এসেছে -ঐ যে মা এলো বলে-
মাটিভেজা গন্ধ যেমন -কাশফুল উগ্র তেমন-ভোর চারটের মহালয়া -আনলো আলো ঐ যে তারা-বাজলো কাষর বাজলো ঘন্টা,ঢ্যাংকুড়াকুর ঢাকের আওয়াজ-অকাল গানের মধুর সূর -ওই মায়ের অকালবোধন হল!পথচলতি জীবনের ছায়া কাটিয়ে -ঐ উজ্জ্বল স্ফটিক হল!শিউলির গন্ধে মেতেছে ভ্রমোর-রঙিন রঙে উজ্জ্বল সে দিক!ভোরের আভা হক বা রাতের আবছায়া -ঐ দেখ আসছে ঐ চির-আলো-হিজিবিজি জীবনের ঐ বেঁকা রেখা -রাঙাবে যে মন সোজার খেলায়!থাকবে ফুল থাকবে ফলথাকবে উলূ - থাকবে শঙ্খথাকবে আলো - থাকবে রংরঙিন হবে ঐ যে মন-থাকবে শাড়ী - থাকবে ধুতিথাকবে কাজল - থাকবে টিপ্ফুটবে যে লাবণ্য বাঙালী-ললনায়-থাকবে ফেরা - ঘরে ফেরার গান -ফিরবে প্রবাসী -ফিরবে চমক -থাকবে বন্ধু -থাকবে আড্ডা -থাকবে বাঙালী -থাকবে বাংলা -পুজোয় যে হবে বাঙালী মাতোয়ারা !

পুজোকে করি আহব্বান

পুজোকে করি আহব্বান


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ