মনের সাথীর -

মনের খোঁজে মন ভুলে যায় ব্যস্ততার এই সৌখিন দেশে !! তাই চল একটু ঘুরে আসি মন ভোলানো এক নতুন ভেলায় ভেসে !!!!

*****************চল একটু ঘুরে আসি ********

চল একদিন ঘুরে আসি- কবিতা মোড়া এক দেশে !
চল একদিন ঘুরে আসি
-
গল্পো গড়া এক দেশে !
স্বপ্নে মেশা - হালকা নেশা
কল্পনার এক দেশে !
চল একদিন ঘুরে আসি -
রংহীন এক - রঙিন দেশে !
চিকমিক করছে সবুজ আলো -
হয়তো হলুদ আলো র দেশে !
চল একদিন ঘুরে আসি -
স্বপ্নবোনা এক নতুন দেশে !
মানুষগুলো সব হাসছে খালি -
হয়তো বেদনায় ভরা কান্না র দেশে !
চল একদিন ঘুরে আসি -
ভাবনার এক নতুন দেশে !
মানুষগুলো যেখানে মানুষ হলো -

অমানুষের ভিড়ের দেশে !
চল একদিন ঘুরে আসি -
চাঁদের পাহাড় - কিংবা সাদা এক নতুন দেশে !
পারবে মানুষ - হাসবে মানুষ
সুযোগহীন এক সুযোগ দেশে !
চল একদিন ঘুরে আসি -
ফেলে আসা এক নস্টালজিয়া র দেশে !
বিঁধছে মনে - পরছে মনে
ফেলে আসা সেই ফেরার দেশে !
চল একদিন ঘুরে আসি -
ছোট্টবেলার দেশে ;
ছেলেবেলা যেখানে যায়না হারিয়ে -

রঙিন আলোর ছোট্টো দেশে !
চল একদিন ঘুরে আসি -
শিখতে পাওয়ার এক নতুন দেশে !
অহংকার যেখানে পায়না আলো - শিক্ষিত র খুব যে রঙিন আলো -

শিক্ষিত দের দেশে !
চল একদিন ঘুরে আসি -
ফিরতে যাওয়া র পথ পেরিয়ে -
খুঁজতে যাওয়া র সেই স্বপ্ন নিয়ে -

চলতে থাকা সেই ভাবনা নিয়ে -
ফেলে আসা সেই নস্টালজিয়া নিয়ে -
বুনতে থাকা সেই কল্পনা নিয়ে -
নতুন পথের এক সে দেশে ;

ফিরতি পথের ছায়া র মেশে -
নতুন এক মানুষের দেশে ;
হলুদ -সবুজ যায় যে মিশে -
সাদা -কালো যায় না বোঝা -

অন্ধকার কাটিয়ে আলোর দেশে ;
চল একদিন ঘুরে আসি -
মনের সাথীর -
সাথীর দেশে !!

মনের সাথীর -


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ