ব্যস্ত ভোরের গান

ভোরের আলো-আধারী যেন আজ নীলাভময় ! তারই স্নিগ্ধতা র আবছায়ায় মুগদ্ধ !! তাই এই ব্যস্ত ভোরের ব্যস্ত গান /!!
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ব্যস্ত ভোরের গান

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ভোরের আভা পরছে যখন -
মুক্ত ফুলের তটে ;কুরিগুলো তখন বেজায় ব্যস্ত -ফুলের রূপ নিতে ;দুলছে পাতা - দুলছে ডাল ;                  

  ব্যস্ত ভোরের গান

লাগছে ভোরের হাওয়া-আলো ;
প্রকৃতি তখন বেজায় ব্যস্ত -তার যে চাই সবকিছুতেই ভালো ;পাখিগুলো সব গাইছে সুরে -গাইছে ভোরের গান ;মেলছে ডানা - ডাকছে সুরে ;🐦

"ও হে জগৎ-বাসী -
উঠবি কী রে?
গাইবি ভোরের গান,
ভোর কে করবি তোরা আহ্বান !"
🐦
কবি তখন বেজায় ব্যস্ত -
শব্দ গুলো তার যে বড্ডো অগোছালো ;
মিলছে শব্দ - মিলছে ছন্দ ;
নীলছে সেই ভোরের আলো ;
তাইতো -
কবি হাতে কবি গান -
হোলো যে আজ ভোরের গান !!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ