স্বাধীনতার মানে

যে ছেলেটা বস্তা কাঁধে কাগজগুলো পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগির পালক ছাড়াই যে ছেলেটা রেস্তোরাঁতেই থালা-বাটি ছেলেরা 

সারাজীবণ খায়রাত খেয়ে কিল চড় ওদের কাছে প্রশ্ন করেছি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটার নাম.মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচা বাসন মাজে যে মেয়েটা 

গোবরের ঘুটে দেয় কয়লাবাহী দিদিরা সারা জীবন পায় না দরকার ওর কাছে ওদের কাছে প্রশ্ন করো.

উনাকে কেউ সত্যি জানেন স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছি রোজই 

লোকের লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই যাদের বুকে সূর্য ওঠার অনেক দেরি আছে প্রশ্ন করুন ওরা কি কেউ সত্যি জানি স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিকভাবে স্বাধীনতার মানে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতা নেই তারাই রাখি স্বাধীনতার মানে পাহাড়ের.

ঝরনা নদী বইছে বাতাস স্বাধীনতা নেই সত্যি জানি স্বাধীনতার সংজ্ঞা খুঁজে ফেরা পাখির গানে.

আপনি যদি কবিতা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন সঙ্গে থাকার জন্য l

স্বাধীনতার মানে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ