বর্ষার গান

এই বৃষ্টির দিনে মন কেমন যেন ভেজা মাটির প্রেমে মত্ত !!! সারা শহর টিপ্ টিপ্ বৃষ্টির অধীনে !!!তার ই প্রকাশ কিছু শব্দে !!!!🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨🌨

বর্ষার গান

***********
টিপ টিপ্ বৃষ্টি ;বর্ষা র গান -
এলো ঢেউ নদীতে - বর্ষা র বানছপ ছপ জল জমে ;পথের বাঁকে বাঁকে ;স্কুল ফেরত ছেলে গুলো ;নাঁচে আঁকে -বাঁকে ;সোনালী রঙের দিনগুলি -আজ রং হীন মেঘাছন্ন ;বৃষ্টি তে ভেঁজা কাঁক গুলি -আজ ছায়া র শরণাপন্ন ;ইলিশ-রুই-কাতলা করছে নাচা-নাচি ;বর্ষা কে যে জানাবে - "এই যে আমি আগে আছি" ;রঙিন ছাতা গুলি -যেনো হেঁটে চলে ;মানুশের ভিড় যেনো হারিয়েছে - ছাতা র ফাঁকে ;দুপুর র মধ্যাহ্ন ভোজ - ভরেছে খিচুড়ি পাঁপড় এ ;বিকেল র গল্পো গান -মেতেছে চা পেঁয়াজি তে ;স্কুল ফেরত ছেলেদের -মন হারিয়েছে বর্ষা র গানে !!!

🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧


বর্ষার গান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ